ভূমিকা
এক শারীরিক প্রতিবন্ধী পিতা তার দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেকে নিয়ে একটি দলে সংগঠিত করে ঢাকাস্থ হাজাড়িবাগ এলাকার। আরও বেশ কিছু প্রতিবন্ধী মানুষকে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ে খোলা আকাশের নিচে বসে নিজেদের সুখ-দুঃখের কথা, অভিজ্ঞতা, সুখ স্মৃতি, বঞ্চনার তিক্ত অভিজ্ঞতা এসব সবার সাথে সহভাগিত করতো। অতঃপর ‘একতাই বল’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে। সংগঠনটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
হাজারীবাগে প্রচুর শিল্প প্রতিষ্ঠান রয়েছে অথচ সেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নেই। এর আশেপাশের এলাকা যথা লালবাগ ও কামরাঙ্গীচরেও প্রতিবন্ধী ব্যক্তিদের একই অবস্থা। তারা সামাজিক কিংবা উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডেই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এ সকল অবস্থাই সংগঠনটিকে তার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে উদ্বুদ্ধ করে।
হিউম্যান রাইটস ডিস্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ) সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি সংগঠন (ডিপিও), যথা, শারীরিক, দৃষ্টি, বুদ্ধি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার, সামাজিক ও রাজনৈকি অধিকার ইত্যাদি নিযে কাজ করছে।